অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানে নতুন অন্তর্বর্তী তালেবান সরকারের অধীনে রাজধানী কাবুল থেকে মার্কিন নাগরিকসহ শতাধিক বিদেশিকে নিয়ে কাতারে পৌঁছেছে প্রথম বাণিজ্যিক ফ্লাইট।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কাবুল থেকে বিদেশি সেনাসহ তাদের সহযোগী আফগানদের সরিয়ে নেওয়ার কাজ শেষের পর বিদেশিদের কাবুল ছেড়ে যাওয়া এটিই প্রথম।
তাছাড়া, গতমাসে তালেবান কাবুল দখলের পর তাদের দেশ সচল করার প্রচেষ্টাতেও প্রথম এই আন্তর্জাতিক ফ্লাইটের দেশ ছেড়ে যাওয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ প্রায় ১১৩ যাত্রী নিয়ে কাবুল থেকে উড়ে গিয়ে কাতারের রাজধানী দোহায় পৌঁছায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। যাত্রীরা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউক্রেইন, জার্মানি এবং যুক্তরাজ্যের নাগরিক ছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক টুইটে জানান, ফ্লাইটের যাত্রীদের মধ্যে ছিলেন, ১০ জন মার্কিন নাগরিক এবং দেশটির ১১ জন স্থায়ী বাসিন্দাও।
তালেবান কাবুল দখলের পর থেকে আর্থিক সমস্যাসহ নানা সংকটে টালমাটাল অবস্থার মধ্যেই গত মঙ্গলবার নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে। এ সরকার পশ্চিমা বিশ্বের সমর্থন না পেলেও আফগানিস্তানের কাবুল বিমানবন্দর চালু রাখতে তালেবানের পাশে দাঁড়িয়েছে কাতার ও তুরস্ক।
একটি সেফ প্যাসেজ চালু করা নিয়ে তালেবানের সঙ্গে সমঝোতা হওয়া এবং তালেবান সরকার আফগানিস্তানে রয়ে যাওয়া ২০০ মার্কিন ও অন্য বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সম্মতি দেওয়ার পর কাতার এয়ারওয়েজের উড়োজাহাজে করে যাত্রীদের নিয়ে যাওয়া হল।
এর আগে মধ্য আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা বিদেশি নাগরিক, কূটনীতিক ও তাদের আফগান সহযোগীদের দেশটি থেকে সরিয়ে নেওয়ার কার্যক্রমে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তারপরও ৩১ অগাস্ট পর্যন্ত এক লাখ ২৪ হাজার বিদেশি ও ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেওয়া সম্ভব হয়।
আর এখন বিদেশিদের নিয়ে নতুন করে বাণিজ্যিক ফ্লাইট কাবুল ছাড়ায় আফগানিস্তানে জীবনযাত্রা আবার স্বাভাবিক হতে শুরু করেছে বলে আশা প্রকাশ করেছেন কাতারের বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল-কাহতানি। শুক্রবার আরও একটি উড়োজাহাজ কাবুল ছেড়ে যাওয়ার কথা রয়েছে বলে সংবাদমাধ্যম আল–জাজিরাকে জানান তিনি।