নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ওয়ার্কশপ এলাকায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজার ঘর উদ্বোধন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি (ডিসি) ফিতা কেটে এ ঘর উদ্বোধন করেন।
বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সৌজন্যে এ উপহারের ঘর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী মাহতাব,শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল খান, পৌর কাউন্সিলর আব্বাস উদ্দিন তালুকদার, সমাজসেবক রনি সরদার প্রমুখ।
ঘর উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা।
বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছেন। আমরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করি। বর্তমান সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করেছে। জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের পাশে আছে।