সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহর মৃত্যু শোক বাড়িয়ে দিয়ে শেষ ম্যাচটা হেরে গেল বাংলাদেশ। সিরিজ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ভিন্ন উইকেট, একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনে এদিন মাঠে নামে স্বাগতিকরা। নাহ, টি২০ বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচটা রাঙাতে পারল না টাইগাররা। পঞ্চম ও শেষ ম্যাচে কিউইদের কাছে ২৭ রানে হেরে গেল মাহমুদুল্লাহ রিয়াদের দল। মিরপুরে শুক্রবার নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেটে ১৩৪ রানে থামে বাংলাদেশের সংগ্রহ। ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন আফিফ হোসেন। অধিনায়ক মাহমুদুল্লাহ ২১ বলে ২৩ রান করে আউট হন। মোহাম্মদ নাইম ২৩ ও আরেক ওপেনার লিটন দাসের ১০ ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। দুটি করে উইকেট নিয়েছেন এজাজ প্যাটেল ও স্কট কুগেলাইন। এ হার সত্ত্বে¡ও ৩-২’এ সিরিজ জিতল টাইগাররা, আর ব্যবধান কমিয়ে বাংলাদেশ সফর শেষ করল টম লাথামের নিউজিল্যান্ড।