চট্টগ্রাম নিউ মার্কেটের নিচ তলায় একটি তৈরি পোশাকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেন্টেল ম্যান নামের দোকানটিতে আগুন লাগে।চট্টগ্রাম আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হাবিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর নন্দনকাননস্থ ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে রাত পৌনে ৮টার দিকে তারা আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি আরো জানান, দোকানটিতে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আগুনে দোকানটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারেও তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।