মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উপকারভোগী সফল ফ্রিল্যান্সার সেলিম। আজও সে পেয়ে গেল $500 বিজয় পুরস্কার। এক রাতের গভীর পরিশ্রম চল্লিশ হাজার টাকা ইনকাম। এভাবে সে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করছে।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন গ্রামের রানার হাকিম সাহেবের ছেলে শাহ সেলিম। তার গভীর চেষ্টার সফলতা আজ তাকে এই প্রান্তে নিয়ে এসেছে। জীবনের শুরুতে রং তুলি নিয়ে শিল্পকর্মের পাশাপাশি পড়ালেখা চালিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির পাশাপাশি ঘরে বসে ফ্রিল্যান্সিং তার একমাত্র নেশা। গভীর রাত পর্যন্ত ধ্যানমগ্ন হয় ল্যাপটপ নিয়ে বসে থাকে রাতের পর রাত। নিরলস কাজ করে যাচ্ছে এবং এই নিরলস এটাই তার সফলতার একমাত্র মাধ্যম। সে প্রায়ই ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ইতিমধ্যে অনেক প্রতিযোগিতায় বিজয়ী লাভ করেছে এবং বিশাল পরিমাণ অর্থ উপার্জন করেছে। এটা শিক্ষিত বেকার যুবকদের সফলতার উদাহরণ।
তিনি বলেন দেশের সকল তরুণরা ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট মাধ্যমে সবাই অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারবে। তিনি দেশের সকল তরুণদের ফ্রি প্রশিক্ষণ প্রদানের জন্য তৈরি করেছেন ইউটিউব চ্যানেল DesigUs যার মাধ্যমে তিনি ফ্রী প্রকাশ করছেন সব ধরনের স্কিল ভিডিও টিউটোরিয়াল। যা দেখে প্র্যাকটিস করার মাধ্যমে একজন নতুন থেকে এক্সপার্ট হতে পারবে। তিনি ভবিষ্যতে অনলাইন ডিজাইন বেচাকেনার মার্কেটপ্লেস তৈরীর জন্য desigus.com ডোমেইন কিনে রেখেছেন।
আগ্রহী সকল তরুণদের উদ্দেশ্যে তার উদার্থ আহ্বান যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে চান তাদেরকে তিনি যা জানেন সবকিছু শিখিয়ে দিবেন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া দীর্ঘদিন অনলাইনে কাজ করার কারণে তিনি কয়েকজন ইউরোপিয়ান বায়ারের সঙ্গে নিয়মিত কাজ করছেন যারা প্রতিমাসেই তাকে বিভিন্ন অ্যামাউন্ট প্রদান করছেন।