হবিগঞ্জ প্রতিনিধি | হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে এখন শারদীয় দুর্গাপূজার হাওয়া বইছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উপলক্ষে উপজেলার ২০টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা। আর এ পূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে। সর্বশেষ রবিবার (২৬ সেপ্টেম্বর) পূজায় আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের সভাপতিত্বে থানার নতুন ভবনে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। সা¤প্রদায়িক স¤প্রীতির মেলবন্ধনে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
বক্তব্যে প্রধান অতিথি হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল বলেন- পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ কঠোর অবস্থানে আছে। মন্ডপে মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। পুলিশের টহলও জোরদার করা হবে। এতে সকলের সহযোগীতা প্রয়োজন।
এ সভায় শায়েস্তাগঞ্জ উপজেলার ২০টি পূজা মন্ডপ, পূজা উদযান পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সেক্রেটারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।