অপু দাশ : শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দুই ভাইকে আটক করেছে।
গত ১১ অক্টোবর সোমবার রাতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই মোঃ মফিজুল হক, এসআই মোঃ কাওছার মাহমুদ তোরণ সঙ্গীয় কনস্টেবল মোঃ কামাল মিয়া, কনস্টেবল মোঃ সোহরাব হোসেন, কনস্টেবল আরাফাত হোসেন সহকারে বিশেষ অভিযান পরিচালনা করিয়া শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর সাকিনস্থ পুরান রেলগেইট সংলগ্ন অলিপুর বাজারগামী রাস্তার সংযোগস্থল হইতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ কামাল মিয়া (চাক্কা কামাল)ও মোঃ জালাল মিয়াকে আটক করে।
উভয়ই হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রিয়াজনগর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে বলেন এই সংক্রান্তে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।