২৬ অক্টোবর দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ
জনাব মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এসআই সন্তোষ চৌধুরী, এএসআই চিত্ত রঞ্জন বিশ্বাস, এএসআই মোঃ তোহা, এএসআই মোঃ মহসিন মিজি সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া এক বছরের কারাদন্ড ও অর্থদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী জাকির আলী খান, সাং-মিয়াখানী, বানিয়াচং থানা জেলা- হবিগঞ্জ, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী শাবুল মিয়া, সাং-জাতুকর্ণপাড়া (শরীফ উদ্দিন রোড) বানিয়াচং থানা জেলা- হবিগঞ্জ ও মোঃ লুৎফুর রহমান সাং-চানপাড়া(লম্বাহাটি), বানিয়াচং থানা জেলা- হবিগঞ্জদের গ্রেফতার করেন। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে