হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের ২বারের বিজয়ী চেয়ারম্যান ও জেলা যুবদলের সভাপতি, দিগন্ত পরিবহন গাড়ি’র মালিক বিশিষ্ট ব্যবসায়ী মিয়া মোহাম্মদ ইলিয়াছের জানাযার নামাজ বৃহস্পতিবার ২৮ অক্টোবর)সকাল ১১ঘটিকার সময় হবিগঞ্জ শাহী ঈদ গাঁও হাজারো -হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই বিদায় বিদারক ঘটনায়। উপস্থিত সকলের চোখের জলে ভেসে যায়। সকলের মুখে- ছিল আমরা একজন আদর্শ ও নীতিবান লোককে হারালাম। এমন লোক কি আমাদের মাঝে আসবে। উল্লেখ যে গতকাল ষ্টকে মারা যান। দু সাপ্তাহ আগে উনার ছোট ভাই মারা গিয়েছিলেন। মিয়া মোহাম্মদ ইলিয়াছের বয়স (৪৫) এই অকাল মৃত্যুতে সর্ব মহলে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সর্বদা সকলের সাথে হাসি মুখে কথা বলতেন। রাজনৈতিক জীবনে ও তিনি সকলের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। দুই বার রিচি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনার প্রসংশা রয়েছে সর্বত্র। যে কোন লোকের জন্য সব সময় উম্মুক্ত ছিল তার দরজা। ছোট থেকে বড় পর্যন্ত এক নামে চিনতেন মিয়া মোহাম্মদ ইলিয়াছকে। তাহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হবিগঞ্জ জেলা সর্ব মহলে শোকের ছায়া নেমে আসছে। এক নজর দেখার জন্য তাহার বাসায় সব শ্রেনীর মানুষ ভিড় জমায়। ১ম জানাযা নামাজ সকাল ১১টায় হবিগঞ্জ শাহী ঈদ গাঁও ও বিকাল ২টায় জালালাবাদ গ্রামে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে এলাকার পারিবারিক কবর স্হানে দাপন করা হয়েছে।