অপু দাশঃ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার দেয়া অভিন্ন মানদণ্ডে অক্টোবর /২১ মাসে ৫ম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক হিসাবে নির্বাচিত হলেন চৌকস পুলিশ অফিসার মোঃ ইউনুছ মিয়া। দীর্ঘদিন যাবত তিনি অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে ওনার দায়িত্ব পালন করে আসছেন। ওনার কাজের দক্ষতার জন্য মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ক্রেস্ট ও ধন্যবাদ পত্র প্রদান করেন।
উক্ত সভায় আরো যারা পুরস্কৃত হয়েছেন তাঁরা হলেনঃ-
১) শ্রেষ্ট সার্কেল মোঃ জিয়াউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল।
২) শ্রেষ্ঠ ওসি মোঃ ইয়াছিনুল হক ওসি সদর থানা।
৩) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্তঃ-হুমায়ুন কবির পুলিশ পরিদর্শক তদন্ত শ্রীমঙ্গল থানা।
৪) শ্রেষ্ঠ এস,আই আসাদুর রহমান শ্রীমঙ্গল থানা।
৫) শ্রেষ্ঠ এএসআই মোঃ জহুরুল ইসলাম সদর থানা।
কোর্ট থেকে আরো পুরস্কার পেল
৬) শ্রেষ্ট কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া সদর কোর্ট মৌলভীবাজার।
৭) শ্রেষ্ঠ সিএসআই সুবোধ চন্দ্র বর্মণ রাজনগর কোর্ট মৌলভীবাজার।
৮)শ্রেষ্ঠ জিআরও এএসআই নাজমুল হক রাজনগর কোর্ট মৌলভীবাজার।