1. admin@janakotha.com : admin :
  2. janakothanews@gmail.com : newspost :
৫ম ধাপে তফসিল ঘোষণা,৷ মাধবপুর সহ ৭০৭ ইউপির ভোট ৫ জানুয়ারি" - Janakotha
May 28, 2023, 10:30 pm
শিরোনাম :
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর ইউনুছ মিয়া শায়েস্তাগঞ্জে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার, আটক ৩ সাংবাদিক নুর উদ্দিন সুমনের বাসায় দুঃসাহসিক চুরি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের ২১ই ফ্রেব্রুয়ারী পালিত শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত নির্বাহী অফিসার মিনহাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা ধর্ম নিয়ে কটাক্ষকারী প্রসেনজিৎ দেবকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন সাতছড়ি জাতীয় উদ্যানে অন্ত সত্তা নারীর লাশ উদ্ধার চুনারুঘাট আমু চা-বাগান দুর্গা মন্দিরে উৎসব পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান শায়েস্তাগঞ্জে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত ইউএনও’র সাথে চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতবিনিময় সভা

৫ম ধাপে তফসিল ঘোষণা,৷ মাধবপুর সহ ৭০৭ ইউপির ভোট ৫ জানুয়ারি”

সংবাদকর্মী
  • আপডেটের সময় : Saturday, November 27, 2021,
  • 426 দেখেছেন

জাহাঙ্গীর আলম জয়,মাধবপুর থেকেঃ ঢাকা: দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ নভেম্বর) সকালে কমিশনের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৯০তম মূলতবি কমিশন সভা নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভা শেষে পঞ্চমধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৯ ডিসেম্বর। আপিল ১০ থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি ডিজি এ কে এম হুমায়ুন কবীর, যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপে এক হাজার এবং চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, দেশে চার হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এরমধ্যে প্রায় চার হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত নয়বার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩, ২০১১ ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুন-জুলাই মাস থেকে অনুষ্ঠিত হচ্ছে দশম ইউপি নির্বাচন। সর্বশেষ ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি প্রথম বারের মতো দলীয় প্রতীকে নবম ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ওই বছরের ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ছয় ধাপে চার হাজার ২৭৫টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 janakotha.com
Developer: DesigUs