লাখাই প্রতিনিধি | লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রফিক মিয়া (৫০) নামে এক ভোটারকে পিস্তল টেকিয়ে হুমকি ও শারীকিভাবে লাঞ্ছিত করেন বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও তার সমর্থক আবুল হাশেম মোল্লা মাসুম। এ ঘটনার কিছুক্ষণ পরই মারা যান ওই ভোটার। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মৃত রফিক মিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে ও স্থানীয় ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টায় বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও তার সমর্থক বহিস্কৃত আওয়ামী লীগ নেতা আবুল হাশেম মোল্লা মাসুম নির্বাচনী প্রচারণায় বের হন। এ সময় রফিক মিয়াকে নির্বাচনে তাদের পক্ষে থাকতে বলেন। এতে অপারগতা প্রকাশ করলে ফয়সল মোল্লা ও মাসুম মোল্লা তার মাথায় পিস্তল টেকিয়ে ভয় দেখান ও তাকে মারপিট করেন। কিছুক্ষণ পর রফিক মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রফিক মিয়ার স্বজনদের মাঝে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গতকাল শুক্রবার ময়না তদন্ত শেষে রফিক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
নিহতের চাচা ফজু মিয়া বলেন, মাসুম মোল্লা ও ফয়সল মোল্লাসহ কয়েকজন তার ভাতিজা রফিক মিয়ার মাথায় পিস্তল ধরে ভয় দেখান ও তাকে লাঞ্চিত করেন। এতে আতঙ্কিত হয়ে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পরেই মৃত্যু হয়। এ ঘটনায় দায়ী মাসুম মোল্লা, ফয়সল মোল্লা ও তাদের লোকদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রফিক মিয়ার মাথায় পিস্তল টেকিয়ে তাকে হুমকি দেয়া হয়েছে। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।