আব্দুল মঈন, শায়েস্তাগঞ্জেঃ হবিগঞ্জে বিএনপির নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে।
এতে পুলিশসহ ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
বুধবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা শহরের শায়েস্তানগর পয়েন্টসহ বিভিন্ন স্থানে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরে যান চলাচল বিঘ্নিত হয়।
স্থানীয়রা জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা ও তার মুক্তির দাবিতে হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দুপুরে বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় বিএনপি নেতাকর্মী ইটপাটকেল ছুড়ে এবং নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও তাতে আগুন দেন। এ সময় পুলিশ টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছোড়ে।
এর আগে শহরের পইল রোড, বেবি স্ট্যান্ড, ছিড়াখানা রোডসহ কয়েকটি স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
আহত পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ রাজিব আহমেদ রিংগনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান এঘটনার সংঘর্ষের খবর নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।