অপু দাশঃ আজমিরীগঞ্জে এক বাক-প্রতিবন্ধী মহিলাকে উদ্ধার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। ২৭ ডিসেম্বর সোমবার বিকাল অনুমান ৪ টার সময় হবিগঞ্জ জেলাধীন আজমিরীগঞ্জ থানা’র অন্তর্গত ০৪নং কাকাইলছেও ইউ/পির নজরাকান্দা গ্রামের রাস্তায় তাহাকে পাওয়া যায়। স্থানীয় লোকজনদের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হইয়া আজমিরীগঞ্জ থানা পুলিশ তাহাকে উদ্ধার করে। পরে আজমিরীগঞ্জ থানা হেফাজতে ওনাকে রাখা হয়।বাক- প্রতিবন্ধী হওয়ায় তাহার নাম,ঠিকানা কিছুই জানা সম্ভব হয় নাই। তিনি বর্তমানে আজমিরীগঞ্জ থানা হেফাজতে আছেন। কোন সহৃদয়বান ব্যাক্তি যদি ওনার পরিচয় বা তাহার পরিবারের সন্ধান জেনে থাকেন তাহলে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।ডিউটি অফিসার,আজমিরীগঞ্জ থানা, হবিগঞ্জ। মোবাঃ 01320-118966।