জাহাঙ্গীর আলম জয় মাধবপুর থেকেঃ তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী নেতৃত্বে এস,আই মোঃজাকারিয়া সঈীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ ভিত্তিতে সুরমা চা বাগানের ২০ নং লালটিলার সামনে থেকে দিবাগত রাত রবিবার ১২.৫ মিনিটে অভিযান চালিয়ে ৬টা প্লাস্টিকের মোড়ানো বস্তা থেকে ৪৬ কেজি গাঁজা সহ সুরমা চা বাগানের মৃত চন্দ্র প্রধানের ছেলে রবি প্রধান(২৫)রবি মুন্ডার ছেলে প্রদীপ মুন্ডা(২২)ও মৃত বিম রাজ প্রধানের ছেলে সুমন রাজ প্রধান কে গ্রেপ্তার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে ।