নোমান আহমেদ মিন্টুঃ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। ছয় ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। জানাযায়, (২৪জানুয়ারি) সোমবার সন্তান জন্ম দিতে সদর আধুনিক হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি হন শায়েস্তাগঞ্জ উপজেলার মরড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী ফেরদৌসী আক্তার। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৬ টায় স্বাভাবিক ভাবেই পুত্র সন্তান জন্ম দেন তিনি। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নবজাতকের বিশেষ সেবা ইউনিটে ভর্তি করা হয়।সকাল ৯ টার দিকে পরিস্কার করার কথা বলে ওই ইউনিটে থাকা নবজাতকের সব স্বজনদের বের করে দেন কর্তব্যরত নার্সগন।কিছু ক্ষন পর স্বজনরা সেখানে প্রবেশ করে দেখতে পান তোয়ালে পরে আছে কিন্তু নবজাতক নেই। এ সময় তারা চিৎকার শুরু করলে দিয়িত্বরতরা স্বজনদের জানান, নবজাতকের বাবা দুধ খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে গেছে। বিষয় টি জানাজানি হলে তোলপার শুরু হয়।
এরই মধ্যে নবজাতকের স্বজনরা শায়েস্তাগঞ্জ উপজেলা বাইছ চেয়ারম্যান গাজিউর রহমান এমরানের সাথে সহ ভিবিন্ন দপ্তরে বিষয়টি অবগত করেন।
সুত্রে জানায়,সকাল ৯ টায় মাসুম মিয়া তার বাচ্চা কে দুধ খাওয়ানোর জন্য স্ক্যানু থেকে মায়ের কাছে আনতে যান। এ সময় তিনি নিজের মেয়েকে না এনে, নিয়ে আসেন ফেরদৌসী আক্তারের ছেলে নবজাতকটিকে। কিছু ক্ষন পর ফেরদৌসীর স্বজনরা বাচ্চা আনতে গেলে দেখেন তাদের বাচ্চাটি নেই। এরপর তার কান্নায় ভেঙে পড়েন ও বাচ্চা চুরি হয়েছে বলে হুলস্থুল শুরু করেন।
খবর পেয়ে ঘটনা স্থলে আসেন,হাসপাতাল কতৃপক্ষ ও সদর মডেল থানার পুলিশ। দীর্ঘ ৬ ঘন্টা এ নিয়ে গোলমালের পর বেলা ৩ টায় ফেরদৌসীর মেয়ে বাচ্চাটিকে মাসুমের স্ত্রীর পাশে পাওয়া যায়। এসময় পুলিশ যার যার নবজাতকে তার তার হাতে দেন।