আব্দুল মঈন,শায়েস্তাগঞ্জঃ কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইভিএম পদ্ধতিতে ভোট সম্পন্ন হয়েছে।
৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহণ করলেও প্রকৃতপক্ষে আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামিলীগ বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী দুজনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।
সব জল্পনা কল্পনা ও আলোচনা শেষে বিপুল ভোটে বিদ্রোহী প্রার্থী মোঃ বুলবুল খানঁ আনারস প্রতীকে ৫০৬৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক মোঃ আব্দুস সামাদ পেয়েছেন ২১২৪ ভোট। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মোঃ মোখলেস মিয়া পেয়েছেন ১৫০ ভোট, স্বতন্ত্র প্রার্থী লাকি আক্তার চশমা প্রতীকে পেয়েছেন ৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী আহমেদ খান ঘোড়া প্রতীকে ৪২১ ভোট।
এছাড়া ছোটখাটো কিছু ঘটনা ছাড়া সুন্দর সুষ্ঠু ও উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে শায়েস্তাগঞ্জের ইউনিয়ন পরিষদের প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট।
সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি সবাইকে অবাক করেছে।
ভোট প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি দেখা দিলেও অনেকেই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পূর্ব নিশাপটের হাসেম আলী বলেন ভোটের আগে ভয় লাগছিল ভোট দিয়ে মনে হচ্ছে খুব সহজ ইভিএম পদ্ধতিতেই ভোট ভাল।