আব্দুল মঈন, চুনারুঘাটঃ শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ চুনারুঘাট সড়কের পাশে একটি মার্কেটের শাহ ফার্মেসীতে গতকাল রাতে চুরি সংঘটিত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায় ফার্মেসীর মালিক শাহ জয়নাল আবেদীন বলেন গতকাল রাত ১১ – ৩৫ মিনিটে আমি আমার ব্যাবসা প্রতিষ্ঠান প্রতিদিনের মত তালা বন্ধ করে নিজ বাড়িতে চলে যাই, পরের দিন অর্থাৎ ০৩ জানুয়ারি সকাল দশ ঘটিকায় আমি আমার ফার্মেসী তালা খুলে ভিতরে ঢুকেই আমি অতবাক আমি লক্ষ করি আমার দোকানের মালামাল চুরি করে নিয়ে গেছে, তাৎক্ষণিক আমি চিৎকার দিলে স্হানীয় দোকানদারগন এসে বিষয়টি অবগত হয়েছেন, আমার দোকানের উপরের চাউনীর টিন কেটে চুর প্রবেশ করে আমার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে, উল্লেখ্য আমার দোকানের চুরি হওয়া মালামালের মধ্যে ফেক্সিলোডের একটি মোবাইল সহ সিম ছিল যাহার মধ্যে প্রায় সাতচল্লিশ হাজার টাকা ছিল, সব মিলিয়ে মালামালের আনুমানিক মূল্য অষ্ট আশি পাঁচ শত ( ৮৮-৫০০) টাকা।
এ ব্যাপারে ভুক্তভোগী নিজে উপস্থিত হইয়া চুনারুঘাট থানায় অভিযোগ করেছেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ জনাব আলী আশরাফ এর নেতৃত্বে এস আই মশিউর রহমান সরেজমিনে তদন্ত করেছেন ও পরবর্তী ব্যাবস্থার আশ্বাস দিয়েছেন।।