অপু দাশঃ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব । ৮ ফ্রেব্রুয়ারী মঙ্গলবার হবিগঞ্জ জেলার পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষনা করা হয়। জানুয়ারী ২০২২ইংরেজী মাসের হবিগঞ্জ জেলা পুলিশের অভিন্ন মানদন্ডের (মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি মামলার আসামী গ্রেফতার ও লুন্ঠনকৃত মালামাল উদ্ধার, ক্লুলেস চুরি ও অপহরন মামলার ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতার সহ শায়েস্তাগঞ্জ থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মনোনীত হওয়ায় মঙ্গলবার অনুষ্টিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অজয় চন্দ্র দেবকে সম্মাননা স্মারক তুলে দেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস. এম. মুরাদ আলী। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা। তিনি দীর্ঘদিন যাবত সততার সাথে তার দায়িত্ব পালন করে আসছে, তিনি তাহার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চেয়েছেন।