অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে: হবিগঞ্জের অন্যতম প্রধান দর্শনীয় স্থান সাতছড়ি জাতীয় উদ্যান, যা চুনারুঘাট উপজেলার অন্তর্গত। এটি চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে অবস্থিত। বছরজুড়ে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সাতছড়ি জাতীয় উদ্যান পর্যটকদের পদচারণে মুখর থাকত। নানা বয়সী দেশি-বিদেশি পর্যটক আর শিক্ষার্থীদের কোলাহলে প্রাণচাঞ্চল্যময় থাকত উদ্যান এলাকাটি। কর্মব্যস্ত থাকতেন পর্যটন ঘিরে সংশ্লিষ্ট খুদে ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাও। গত কয়েক বছর ধরে পর্যটনস্থান গুলোতে কোলাহল নেই। পর্যটকের পায়ের ধুলা পড়ে না সেখানে।
Exif_JPEG_420
গতকাল ১৪ ফ্রেবুয়ারী বিশ্ব ভালবাসা দিবস ও বসন্ত উৎসব কিন্তু আগের মত তেমন কোন নেই দর্শনার্থী । সারাদিনে বিক্রি হয়েছে ১৫০ টিকিট। করোনাভাইরাসের প্রকোপে সাতছড়ি জাতীয় উদ্যান, রানীগাউ ড্রিমলেন্ড পার্ক বন্ধ থাকায় পর্যটন ব্যবসায় ধস নেমেছে। পর্যটকশূন্য হওয়ায় ঋণের বোঝা টানতেই ক্লান্ত পাহাড়ের বুকে স্থাপিত পার্ক মালিকেরা। তাঁরা কর্মকর্তা ও কর্মচারীদের বেতনভাতাদি দিতে হিমশিম খাচ্ছেন। কোনো কোনো পার্ক ব্যয় কমাতে কর্মী ছাঁটাই করেছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন অনেকে। এ অবস্থায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।