নোমান আহমেদ মিন্টু, শায়েস্তাগঞ্জঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিন ব্যাপি প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর পক্ষে হবিগঞ্জ সদর শায়েস্তাগঞ্জ উপজেলা (ভুমি) কমিশনার ইয়াসিন আরাফাত রানা। পরিচালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের বার বার নির্বাচিত সাংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ চন্দ্র বিশ্বাস, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল রশিদ তালুকদার ইকবাল,শায়েস্তাগঞ্জ থানা ইনচার্জ( ওসি) অজয় চন্দ্র দেব, শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ মুজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ও জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লা সরদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীস্পদ কর্মকর্তা ডাঃ রানা পদ দে, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, ও খামারিদের মধ্যে বক্তব্য রাখেন ইছাক আলী সেবন।
প্রদর্শনী মেলায় উন্নত জাতের গাভী, বকনা ও বাছুর,ষাঁড়, ছাগল, ভেড়া, কবুতর,খরগোশ সহ তিনটি ক্যাটাগরিতে ৯ টি পুরস্কার ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। মোট ৪৮ টি ষ্টলে ৪৮ জন খামারী কে সনদ পত্র ও ২০ হাজার টাকা প্রদান করা হয়।
প্রদর্শনী মেলা শেষে বিজয়ীদের হাতে সনদ পত্র ও চেক তুলে দেন প্রধান অতিথি এডভোকেট মোঃ আবু জাহির।