নোমান আহমেদ মিন্টু, শায়েস্তাগঞ্জঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি ফেইসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করায় প্রসেনজিৎ দেবকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করে শায়েস্তাগঞ্জ তৌহিদী জনতা। আজ জুম্মা নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে মিছিল গুলো সমবেত হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে রেলওয়ে পার্কিংয়ে পথসভায় মিলিত হয়। উক্ত পথসভায় তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদির বিপ্লবী ও ছাত্র নেতা আল আমিন সাইফী।
বিক্ষোভ কারীদের প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আমরা প্রসেনজিৎ দেবকে গ্রেফতার করতে দিন রাত কাজ করছি। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন কি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তবু আমরা আশা ছাড়িনি শীঘ্রই তাকে গ্রেফতার করতে সক্ষম হব।
এদিকে বুধবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল রশিদ তালুকদার ইকবাল ও সাধারণ সম্পাদক হোসাইন আদিল মোহাম্মদ জজ মিয়া সাক্ষরিত এক বার্তায় প্রসেনজিৎ দেব কে উক্ত পদ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি ভারতের কর্নাটকে মুসলমান ছাত্রী মুসকানকে কেন্দ্র করে প্রসেনজিৎ চন্দ্র দেব ইসলাম নিয়ে ফেইসবুকে উস্কানীমূলক বক্তব্য পোষ্ট করায় স্থানীয় মুসলিম জনতা ফুসকে উঠে।