স্টাফ রিপোর্টারঃ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার কোর্ট ইন্সপেক্টর মোঃ ইউনুছ মিয়া। সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হওয়ায় কোর্ট ইন্সপেক্টর মোঃ ইউনুছ মিয়াকে ১১ এপ্রিল মঙ্গলবার সিলেট রেঞ্জের ডিআইজির কার্যালয়ে সম্মাননা পত্র ও অর্থ পুরস্কার প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-(বার),পিপিএম-সেবা। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াকে সাথে নিয়ে ইউনুছ মিয়া পুরস্কার গ্রহণ করেন। ইউনুছ মিয়া বলেন, সিলেট রেঞ্জের ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-(বার),পিপিএম-সেবা মহোদয়ের নিকট থেকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক হিসাবে সম্মাননা পত্র ও অর্থ পুরস্কার পেয়ে আমি আনন্দিত, গর্বিত ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সকল থানা ও ডিবির অফিসার ইনচার্জদের ও কোর্টের সকল অফিসার এবং ফোর্সদের সহযোগিতা কৃতজ্ঞচিওে স্মরণ করছি।